শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে

বিশ্বকবি ও জাতীয় কবির প্রয়ান দিবস পালন

প্রকাশঃ ১৩ সেপ্টেম্বর, ২০১৯ ১২:১৩:৫১ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ১০:৪১:৪৭
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির শিল্পী নিকুঞ্জ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের  প্রয়াণ দিবস পালিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের রিজার্ভ বাজার শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে প্রয়াণ দিবস উপলক্ষে এই চিত্রাংকন প্রতিযোগিতা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় শিল্পী নিকুঞ্জ সংগঠনের সভাপতি ডা. দুলাল দাশ গুপ্ত'র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মহিউদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী আশিষ দাশ গুপ্ত, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক লিটন দেব, সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন শিল্পী নিকুঞ্জ'র সাধারণ সম্পাদক বিপ্লব তালুকদার।

প্রয়ানে দিবসে বক্তারা বলেন, বর্তমান সমাজের তরুণদের বাঙালির সংস্কৃতির প্রতি আরো বেশি আকর্ষণ বাড়াতে, তরুণদের মাধ্যমে সুন্দর সমাজ গড়তে, বাঙালি সংস্কৃতিমনা করে তুলতে, রবীন্দ্র-নজরুলের দেখিয়ে যাওয়া পথে চলতে এবং তাদের রেখে যাওয়া সংস্কৃতি চর্চা করতে আগ্রহ সৃষ্টি করতে হবে। তবেই সুন্দর সমাজ ও দেশ গড়া যাবে। তরুণদের মাঝে দেশপ্রেম সৃষ্টি করা যাবে।

আলোচনা সভার শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ এবং শিল্পী নিকুঞ্জের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions