বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

প্রকাশঃ ০৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৭:৩৮:৫৭ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৪:০৯:৫৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সারা দেশের ন্যায় রাঙামাটিতে রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। আজ রোববার সকালে রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র উদ্যোগে শহরের শান্তি নগর এলাকার বিদ্যাপীঠ স্কুলে এ স্বাক্ষরতা দিবস পালিত করা হয়।

শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন সভাপতি রোঃ অলি আহাদ, পরবর্তীতে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র পিপি ও আর আই ডি ৩২৮২ বাংলাদেশের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর রোঃ আবু বকর।

পরবর্তীতে স্কুলের বাচ্চাদের মাঝে শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ করা হয়।

এসময় রোটার‌্যাক্ট ক্লাব অব রাঙামাটি’র সভাপতি রোঃ মোঃ অলি আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি রোঃ আব্দুস সালাম, রোঃ কাউছার রিপন, ক্লাব সচিব রোঃ মর্জিনা আক্তার মণি, কো-ট্রেজার রোঃ কামরুল হাসান, সমাজসেবা পরিচালক রোঃ আলী হোসেন,সদস্য রোঃ পান্না আক্তার, প্রস্তাবিত সদস্য নাজমা আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতি রোঃ মোঃ অলি আহাদ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস এ সকলের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে প্রত্যায় ব্যাক্ত করেন।

উল্লেখ্য, আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের যাত্রা ১৯৬৬ খ্রিস্টাব্দে। ১৯৬৫ খ্রিস্টাব্দের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। সে বছর ৮ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ইরানের রাজধানী তেহরানে বিশ্ব সাক্ষরতা সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলনের সুপারিশের প্রেক্ষিতে ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মর্যাদা প্রদান করে। সেই থেকে প্রতি বছর দিনটি সারা পৃথিবীতে পালিত হয়ে আসছে। স্বাধীন বাংলাদেশে ১৯৭২ খ্রিস্টাব্দ থেকে দিবসটি যথানিয়মে পালিত হয়ে আসছে ।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions