বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

বাস মালিক সমিতির ৯দফা দাবি আদায়ে রাঙামাটিতে পরিবহন ধর্মঘট চলছে

প্রকাশঃ ০৮ সেপ্টেম্বর, ২০১৯ ০৪:৩৪:৪২ | আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ ১০:৫৪:১৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। চট্টগ্রাম বিভাগীয় গন ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের আহ্বানে ৯ দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। রাঙামাটির শহরে সিএনজি অটোরিক্সা চলাচল করলেও ধর্মঘটের কারণে সকালে রাঙামাটি  থেকে কোনও ধরনের দূরপাল্লার যাত্রীবাহী ও পন্যবাহী বাস ছেড়ে যায়নি। এতে ভোগান্তিতে পড়েছেন দূর পাল্লার যাত্রী ও সাধারণ পর্যটকরা।

যাত্রী ও পর্যটকদের অভিযোগ, কোনও ধরনের আগাম ঘোষণা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকায় বাস স্টেশনে এসে অনেকেই আটকা পড়েছেন। আগে থেকে জানানো হলে এই ভোগান্তি  হতো না।

গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের ৯ দফা দাবি না মানা পর্যন্ত পরিবহন ধর্মঘট চলবে বলে জানিয়েছেন রাঙামাটি-চট্টগ্রাম বাস মালিক সমিতির সভাপতি মোঃ মঈন উদ্দিন সেলিম।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions