শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

সাজেকের ঘটনায় ৫ পাহাড়ী সংগঠনের বিবৃতি

প্রকাশঃ ২৪ অগাস্ট, ২০১৯ ০৮:৩৬:১৮ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:৫৮:১৬
সিএইচটি টুডে ডট কম ডেস্ক। গতকাল শুক্রবার (২৩ আগষ্ট ২০১৯) রাঙামাটির সাজেকে সুমন চাকমা নামে ইউপিডিএফের সাবেক এক কর্মী গোলাগুলিতে নিহত হওয়ার ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বক্তব্যকে প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে  পাঁচ পাহাড়ি সংগঠন।

আজ শানিবার (২৪ আগস্ট) সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যুক্ত বিবৃতিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি বিপুল চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি অংগ্য মার্মা, হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নিরুপা চাকমা, ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্টের সভাপতি সচিব চাকমা ও সাজেক ভূমি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক উদয়ন চাকমা আইএসপিআরের বক্তব্যকে অসত্য, ও প্রকৃত ঘটনাকে ধামাচাপা দেয়ার অপচেষ্টা বলে মন্তব্য করে অবিলম্বে সুমন চাকমা হত্যার শাস্তির দাবি জানিয়েছেন।

পাঁচ সংগঠনের নেতারা ঘটনার সুষ্ঠ ও নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত এবং পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে বিচার বহির্ভূত হত্যাকা- বন্ধের দাবি জানান।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions