শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে রোটারি ক্লাব অব রাঙামাটি’র শিক্ষা সামগ্রী বিতরণ

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০১৯ ০১:২৬:৩২ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৩:১৭:৩৯
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রোটারি ক্লাব অব রাঙামাটি’র উদ্যোগে রোটারি ক্লাবের বুক ডিস্ট্রিবিউশন এর আওতায় রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার একাদশ ও দ্বাদশ শ্রেণির বিজ্ঞান, ব্যবসা শিক্ষা ও মানবিক শাখার নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী (বই) বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকালে রোটারি ক্লাব অব রাঙামাটি’র উদ্যোগে ও পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড’র সহযোগিতায় কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ২০জন গরীব ও হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে এক সেট করে শিক্ষা সামগ্রী (বই) বিতরণ করা হয়। এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোটারি ক্লাব অব রাঙামাটি’র সভাপতি রোঃ মোঃ অলি আহাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোঃ মর্জিনা আক্তার মণি’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম বদি, অথিতি রোটাের‌্যাক্টর একরামুল হক নয়ন প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, সমাজের গরীব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে রোটারি ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। সমাজের অন্যান্য বৃত্তশালী ও বিভিন্ন সংগঠনকেও এসব সুবিধা বঞ্চিতদের শিক্ষার্থীদের পাঁশে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।

বই বিতরণ অনুষ্ঠানে জোনাল ডিআর এ্যাম্বাসিডর রোঃ আইপিপি মোঃ ইসহাক, রোটার‌্যাক্টর ক্লাব অব রাঙামাটি'র সহ- সভাপতি রোঃ কাউছার চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক রোঃ মঈন উদ্দিন, যুগ্ন-সাধারণ সম্পাদক রোঃ রবিউল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক রোঃ সঞ্চিতা বড়–য়া, কো-ট্রেজারার রোঃ কামরুল হাসান, ক্লাব সার্ভিস ডিরেক্টর রোঃ সাইফুল ইসলাম রুবেল, প্রফেশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ আলী হোসেন, ইন্ট্যারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর রোঃ আহম্মেদ ইসতিয়াক আজাদ, চীফ সার্জেন্ট এ্যাট আর্মস রোঃ বিকো চাকমা,সদস্যসহ বিভিন্ন কলেজের একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions