বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

রাজস্থলীতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে ১ সেনা সদস্য নিহত

প্রকাশঃ ১৮ অগাস্ট, ২০১৯ ১২:১৮:২৭ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৪:৩০:০২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির রাজস্থলীতে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে এক সেনা সদস্য নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে রাজস্থলী উপজেলা পুইয়ে থুইপাড়া নামক দুর্গম পাহাড়ি এলাকায় ঘটনাটি ঘটে।

জানা যায়, ওই এলাকায় আগে থেকে ওৎ পেতে থাকা একদল সশস্ত্র সন্ত্রাসীদের সাথে  সেনাবাহিনীর একটি টইল দলের মধ্যে গোলাগুলি হয়, এসময় সন্ত্রাসীদের গুলিতে নাসিম (১৯) নামে এক সেনা সদস্য আহত হন। আহত সেনা সদস্যকে উদ্ধার করে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেয়া হলেও বিকালে তিনি মারা যান।  স্থানীয়দের তথ্য মতে, হামলাকারীরা মারমা লিবারেশন পার্টির সশস্ত্র ক্যাডার। এলাকটি তাদের অধ্যুষিত। ঘটনার পর এলাকায়  সেনা টহল জোরদার করা হয়েছে। সম্ভাব্য এলাকায় তল্লাশি অভিযান চলছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে ।

ফোনে যোগাযোগ করা হলে বিষয়টির সত্যতা স্বীকার করে রাঙামাটি জেলা পুলিশ সুপার মো. আলমগীর কবির বলেন, রাজস্থলীতে এ ধরনের গোলাগুলির খবর শোনা গেছে। কিন্তু আসলে কী ঘটেছে, তা বিস্তারিত জানা যায়নি।

এদিকে রাতে আইএসপিআর সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে একজন সেনা সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions