বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে

প্রকাশঃ ১৭ জুলাই, ২০১৯ ০২:৫৫:৩১ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৪:২৮:৫১
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি। টানা বর্ষণ ও ভারতের মিজোরাম থেকে নেমে আসা বৃষ্টির পানির কারণে কাপ্তাই লেকে পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় এবং কাপ্তাই পানি বিদ্যুৎ উপাদন কেন্দ্রের ধারণ ক্ষমতার কাছাকাছি যাওয়ায় বাধ রক্ষার স্বার্থে কাপ্তাই  বাধের ১৬টি স্পিলওয়ে দিয়ে পানি ছাড়া হচ্ছে।

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক ড. এ.টি.এম আব্দুজ্জাহের জানান, স্বাভাবিক নিয়মে বর্তমান সময়ে কাপ্তাই হ্রদে ৮৬’দশমিক ৪০’এমএসএল (মিনসি লেভেল) পানির থাকার কথা থাকলেও তা ১৯’দশমিক ৯’ফুট বেড়ে মঙ্গলবার (১৬ই জুলাই) রাত পৌনে ৮টা পর্যন্ত গিয়ে ঠেকেছে ১০৬’দশমিক ৩০’এমএসএল পর্যন্ত। এদিকে কাপ্তাই বাঁধে পানির ধারণ ক্ষমতা সর্বচ্চ ১০৯ এমএসএল হওয়ায় বাঁধ রক্ষায় ১৬’টি স্পিলওয়ে দিয়ে কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে ৬’ইঞ্চি করে সব মিলিয়ে প্রতি সেকেন্ডে ৩৩’হাজার কিউসিক পানি ছাড়া হচ্ছে।  


তিনি আরো জানান, বিদ্যুৎ কেন্দ্রের ৪’টি ইউনিট চালু রেখে টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরো ২৪ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ফেলা হচ্ছে। এতে সর্বোচ্চ ১৬৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।

কাপ্তাই লেকের পানি বৃদ্ধি পাওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি, লংগদু সহ বরকল উপজেলার তীরবর্তী প্রায় ১৯টি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি কাপ্তাই বাঁধের পানি ছাড়ায় এবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারি, বোয়ালখালী, ফটিকছড়ি সহ কয়েকটি উপজেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলেও কতৃপক্ষ জানায়।

এদিকে কাপ্তাই লেকে পানি বাড়ার কারণে গতকাল বিকালে ডুবে গেছে রাঙামাটি পর্যটকদের প্রধান আর্কষণ ঝুলন্ত সেতু।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions