বৃহস্পতিবার | ২৫ এপ্রিল, ২০২৪

টানা বৃষ্টিতে যৌবন ফিরে পেয়েছে শুভলং ঝর্না

প্রকাশঃ ১২ জুলাই, ২০১৯ ১১:৫৪:২৫ | আপডেটঃ ২৫ এপ্রিল, ২০২৪ ০৬:১৪:৪৬
লিটন শীল, ছবির প্রতিবেদক, রাঙামাটি। রাঙামাটিতে গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে পুরোনো যৌবন ফিরে পেতে শুরু করেছে বরকল উপজেলার সুবলং শিলার ডাক নামক ঐতিবাহী এই ঝর্ণাটি।

এক সময় লঞ্চে করে বিভিন্ন উপজেলায় গমনরত মানুষদের  নজর কেড়ে নিতো এই ঐতিবাহী ঝর্ণাটি। মুগ্ধ করতো দূর থেকে ভেসে আসা পাহাড় উপর থেকে পরা এই ঝর্ণার রিনিঝিনি পানির শব্দ। বিভিন্ন বর্ষপুঞ্জি, কার্ড ও ম্যাগাজিনেও রাঙ্গামাটির সিম্বল হিসেবে ব্যবহৃত হয় এই ঐতিহ্যবাহী ঝর্ণার ছবিটি। ফলে দেশ বিদেশের অনেক পর্যটক এখনও এই ঝর্নাটি দেখতে ছুটে আসে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন ও কালের বিবর্তনে দিন দিন এই ঝর্ণাটি তার যৌবন হারিয়ে যেতে বসেছে।

শুধু বর্ষা মৌসুম এলেই ঐতিহ্যবাহী ঝর্নার এই চিত্রটি এখন নজরে পরে। ছবিটি শুক্রবার (১২জুলাই) বিকালে ক্যামরাবন্দী করা হয়।     

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions