মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম শুরু

প্রকাশঃ ২২ জুনe, ২০১৯ ০৬:০৮:২৮ | আপডেটঃ ২০ এপ্রিল, ২০২৪ ১১:০৫:১৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। অপুষ্টি জনিত অন্ধত্ব নির্মূল এবং অপুষ্টিজনিত মৃত্যু প্রতিরোধ করার লক্ষে রাঙামাটিতে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াচ্ছে স্বাস্থ্য বিভাগ। শনিবার সকাল ৯ টায় রাঙামাটি জেনারেল হাসপাতালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্টান,জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে শিশুদের এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়।

সকালে ভিটামিন এ প্লাস শিশুদের খাওয়ানোর মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পাবর্ত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জ্ঞানেন্দু বিকাশ চাকমা এসময় রাঙামাটির সিভিল সার্জন ডা: শহীদ তালুকদার, পৌরসভার কাউন্সিলার কালায়ন চাকমাসহ চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

সিভিল সার্জন জানান, রাঙামাটিতে এ বছর ৬ মাস থেকে ১১ মাস বয়েসী ৯ হাজার একশত ৮৮ জন শিশুকে নীল রঙের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০ হাজার ৬ শত ৯৬জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাম্পসুল খাওয়ানো হচ্ছে।।

রাঙামাটি জেলার ১০ উপজেলা ও ১ টি পৌরসভার ১৩১৫টি কেন্দ্রের মাধ্যমে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions