শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

নানিয়ারচরে ইউপিডিএফ’র ৩ চাঁদা কালেক্টর আটক

প্রকাশঃ ১৬ জুনe, ২০১৯ ০১:১৮:১০ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৫:২১:১৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির নানিয়ারচরে আঞ্চলিক সংগঠন পার্বত্য ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের ৩ জন চাঁদা কালেক্টরকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতরা হলেন, নেইসন চাকমা (১৯), অন্তর চাকমা (২০), নয়ন চাকমা (২৫) ।

শনিবার সন্ধ্যারাতে নানিয়ারচর উপজেলাধীন ঘিলাছড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন, নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ কবির হোসেন।

জানা যায়, শনিবার (১৫ জুন) দুপুর দেড়টার সময় গোপন সংবাদের ভিত্তিতে নানিয়ারচরে যৌথবাহিনীর একটি টিম অভিযান পরিচালনা করে ঘিলাছড়ি বাজার হতে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের ৩জন চাঁদাবাজকে আটক করে।

এসময় তাদের কাছ থেকে একটি ডিসকভার মোটর সাইকেল (খাগড়াছড়ি হ-১১-৫৮২৩), ২টি মোবাইল ফোনসেট, ১টি চাঁদা আদায়ের রশিদ বই এবং নগদ ৫ হাজার ১৪৫ টাকা পাওয়া যায়।

পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ভাঙ্গামোড়া এলাকা হতে একটি দেশীয় তৈরী অস্ত্র উদ্ধার করা হয়। তাদের পরে থানায় হস্তান্তরের পর আজ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করা হয়।




এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions