শনিবার | ২০ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

অস্ত্র দিয়ে কখনো কোন সমস্যার সমাধান হয়নি : দীপংকর তালুকদার এমপি

প্রকাশঃ ১৭ মে, ২০১৯ ০৫:৪৭:৫৪ | আপডেটঃ ১৩ এপ্রিল, ২০২৪ ০৮:০৩:৫২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলা আওয়ামীলীগের আয়োজনে শুক্রবার বিকালে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইফতারের আগে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চিংকিউ রোয়াজা, নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচন সভায় সভাপতির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেছেন, অস্ত্র দিয়ে কোন সমস্যার সমাধান হবে না, পাহাড়ের সমস্যা রাজনৈতিক, তাই এটি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। ১৯৯৬ সনে আওয়ামীলীগ ক্ষমতায় আসার এক বছরে মাথায় পরস্পরের প্রতি বিশ্বাস ও আস্থার  কারনে ১৯৯৭ সনের ২রা ডিসেম্বর শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  শান্তি চুক্তি স্বাক্ষরের পর আওয়ামীলীগ সরকার চুক্তি বাস্তবায়ন করলেও জেএসএস সরকারকে চুক্তি বায়নে সহযোগিতা না করে চুক্তি বিরোধীদের সাথে হাত মিলিয়েছে।

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, জেএসএস কেবল চুক্তি বিরোধীদের সাথে হাত মেলায়নি তারা আওয়ামীলীগকে নিশ্চিহৃ করতে উঠে পড়ে লেগেছে। জেএসএস আওয়ামীলীগের নেতা কর্মীকে হত্যা করছে, পাহাড়ের মানুষ যাতে আওয়ামীলীগ করতে না পারে সে কারনে আওয়ামীলীগের নেতা কর্মীদের তারা টার্গেটে পরিণত করেছে।  তাদের মনে রাখা উচিত অস্ত্র দিয়ে কখনো কোন সমস্যার সমাধান হয়নি, হবে না। তাই অস্ত্রের পরিবর্তে আলোচনায় বসে সরকারকে সহযোগিতা করতে হবে।

আলোচনা সভা শেষে দেশ জাতির মঙ্গল কামনা দোয়া ও পরে ইফতার অনুষ্ঠিত হয়।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions