মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
রাঙামাটিতে তাতী দলের আলোচনা সভায় বক্তারা

খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে দেশে গনতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

প্রকাশঃ ১৭ মে, ২০১৯ ০৪:৪১:১৩ | আপডেটঃ ২২ এপ্রিল, ২০২৪ ০৯:৫৯:২৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে তাতী দলের আলোচনা সভায় বক্তারা বলেছেন, দেশে আজ গনতন্ত্রের মা বন্দি, দেশ চলছে বাকশালী এক দলের নিয়ন্ত্রনে, তাই দেশে গনতন্ত্রকে পুন:প্রতিষ্ঠা করতে হলে খালেদা জিয়াকে আন্দোলনের মাধ্যমে মুক্ত করতে হবে। খালেদা জিয়া মুক্তি পেলেই দেশে গনতন্ত্র মুক্তি পাবে।

আজ শুক্রবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের প্রতিনিধি সভায় বক্তারা এসব কথা বলেন।
রাঙামাটি জেলা তাঁতীদলের সহ সভাপতি আবুল হাসমে এর সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তাঁতী বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির। এতে কেন্দ্রীয় তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় তাতীদলের যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় তাঁতীদলের সদস্য সচিব মুজিবুর রহমান চৌধুরী, চট্টগ্রাম বিভাগীয় তাঁতীদলের আহবায়ক ছিদ্দিক আহম্মদ, জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম, জেলা বিএনপির সিনিয়র  যুগ্ন এডভোকেট মামুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ন সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক এডভোকে সাইফুল ইসলাম পনির, লংগদু উপজেলা তাতীদলের সভাপতি মো: ইউসুফ, সদর উপজেলা তাতী দলের সভাপতি হাফিজুল ইসলাম, টেক্সটাইল মালিক সমিতির নেতা জাহিদ হোসেন পাপ্পুসহ জেলা ও উপজেলা পর্যায়ের তাতীদলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আলোচনা সভার শেষদিকে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions