শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪

রাঙামাটি খাগড়াছড়ি সড়কে যাত্রীবাহী বাস উল্টে একজনের মৃত্যু

প্রকাশঃ ১৩ মে, ২০১৯ ০৭:৫৭:৪৯ | আপডেটঃ ২৬ মার্চ, ২০২৪ ০২:২৫:৪২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের নানিয়ারচর সতেরো মাইল এলাকায় রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া খাগড়াছড়িগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ১০ জন আহত হয়, এর মধ্যে গুরুতর আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে আনার সময় পথিমধ্যে চিকন চাঁন চাকমা(৬৫)  মারা যায়। সোমবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত অন্যদের রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত যাত্রীরা জানায়, সকাল সাড়ে ১০টা কিছু পর বাসটি রাঙামাটি থেকে খাগড়াছড়ির দিতে রওয়ানা দেয়। লোকাল বাস হওয়ায় বাসটি পথিমধ্যে যাত্রী উঠানামা করে। বাসটি নানিয়াচরের সতেরো মাইল এলাকায় পৌছালে সেখানে একটি সিএনজিকে সাইড দিতে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে।  

নানিয়ারচর থানার ওসি কবির জানান,  সতেরো মাইলে এলাকায় বাসটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়, এতে একজন মারা গেছে, আরও কয়েকজন আহত হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে থাকলেও চালক এবং হেলপার পালিয়ে গেছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions