বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

রাঙামাটি সদর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী রোমানের মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশঃ ১১ ফেব্রুয়ারী, ২০১৯ ০৭:৫৪:৪৫ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৮:৩০:৫৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ মনোনয়ন পত্র সংগ্রহের প্রথমদিন রাঙামাটি জেলার ১০টি উপজেলার বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদে সরকারি দলের সমর্থিত প্রার্থীরা রিটানিং অফিসার এবং সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করে।
সকাল ১১টার পর রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে রাঙামাটি সদর উপজেলা পরিষদে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী শহীদুজ্জামান রোমান এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নাসরিন আক্তার মনোনয়ন পত্র সংগ্রহ করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, সহ সভাপতি হাজী কামালউদ্দিন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ সহ দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটি সদর ছাড়াও বরকল, কাপ্তাই, কাউখালী উপজেলাসহ বিভিন্ন উপজেলায় কেবল সরকারি দল সমর্থিত প্রার্থীদের মনোনয়ন পত্র সংগ্রহের খবর পাওয়া গেছে।
রাঙামাটি ১০টি উপজেলা, ২টি পৌরসভা ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলার আয়তন ৬১১৬.১৩ বর্গকিলোমিটার। মোট ভোটারের সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ২১৮জন, এর মধ্যে পুরুষ ২লক্ষ ২০ হাজার ৩৫৪জন এবং মহিলা ভোটার ১লক্ষ ৯৭ হাজার ৮৬৪জন।
নির্বাচনী তফসিল অনুযায়ী রাঙামাটিতে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, যাচাই বাছাই ২০ ফেব্রুয়ারি, প্রত্যাহারের শেষ তারিখ ২৭ ফেব্রুয়ারি এবং ভোট গ্রহণ ১৮ মার্চ।

গত ২০১৪ সনে নির্বাচনে ১০টি উপজেলার মধ্যে আওয়ামীলীগ পেয়েছিল ২টি, আঞ্চলিক দল জেএসএস পেয়েছিল ৫টি, বিএনপি ২টি এবং জেএসএস সংস্কার পেয়েছিল ১টি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions