শুক্রবার | ২৯ মার্চ, ২০২৪
রাঙামাটি শহরের

রিজার্ভ বাজার মসজিদ কলোনীতে অগ্নিকান্ডে ৮৫টি কাঁচা ঘর পুড়ে ছাই

প্রকাশঃ ১৩ জানুয়ারী, ২০১৯ ০৪:৩৫:১৫ | আপডেটঃ ২৪ মার্চ, ২০২৪ ০৬:৪৮:১৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজদি কলোনীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে ৮৫টির মত কাঁচা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ রোববার সকাল সাড়ে ৮ টায় ঘরের রান্নার চুলার আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে।

প্রায় দেড় ঘন্টা চেষ্টার পর রাঙামাটি ফায়ার সার্ভিসের ১টি ও কাউখালী এবং কাপ্তাই উপজেলার আরো দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া পুলিশ  ও সেনা বাহিনী সদস্যরা আগুন নেভানোর কাজে অংশ নেয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৯০ থেকে ১ কোটি টাকা হতে পারে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

রাঙামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাজী মুছা মাতব্বরসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা অগ্নি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থতদের সান্তনা দেন।

ক্ষতিগ্রস্তদের মাঝে বিকালে জেলা প্রশাসন থেকে শুকনো খাবার,নগদ টাকা কম্বল দেয়ার কথা রয়েছে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক দিদারুল আলম জানান, আগুনে ৮০/৮৫টি কাঁচাঘর পুড়ে গেছে। ক্ষতির পরিমাণ কোটি টাকার কাছাকাছি হবে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions