মঙ্গলবার | ২৩ এপ্রিল, ২০২৪
বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক দূর্গম পার্বত্য অঞ্চলের ’কান্তালং বিওপি ’পরিদর্শনে

কোন অবৈধ অস্ত্রধারীকে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না : বিজিবি মহাপরিচালক

প্রকাশঃ ১০ ডিসেম্বর, ২০১৮ ১১:৩৮:২১ | আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৪ ০৬:০৯:৩৪
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলাধীন দূর্গম  কান্তালং বিওপি পরিদর্শন করেছেন  বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর  জেনারেল মোঃ সাফিনুল ইসলাম,এনডিসি,পিএসসি। সোমবার সকালে তিনি হেলিকপ্টারযোগে বিওপি ক্যাম্পটি পরিদর্শন করেন।

বাঘাইহাট ব্যাটালিয়ন(৫৪ বিজিবি) এর অধীনস্থ কান্তালং বিওপি পরিদর্শনকালে  উপস্থিত ছিলেন  চট্রগ্রাম,রিজিয়ন কমান্ডার,ব্রিগেডিয়ার জেনারেল  মোহাম্মদ আদিল চৌধূরী পিএসসি, রামু রিজিয়ন কমান্ডার,ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আইনুল মোর্শেদ খান পাঠান, সেক্টর কমান্ডার ,বিজিবি ,খাগড়াছড়ি সেক্টর কর্নেল গাজী মুহাম্মদ সাজ্জাদ এসপিপি,পিবিজিএম,পিএসসি, লেঃ কর্নেল মোহাম্মদ আমির মজিদ,বিজিবিএম, সিআই উইং কমান্ডার,বিএসবি ঢাকা, লেঃ কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ অধিনায়ক ,বাঘাইহাট (৫৪ বিজিবি), লেঃ কর্নেল মোঃ মেহফুজার রহমান,পিবিজিএম,পিএসসি,পি ইঞ্জ,এমএসসি,পরিচালক (অপারেশন)সদর দপ্তর বিজিবি, লেঃ কর্নেল মোঃ মহি উদ্দিন আহাম্মদ অধিনায়ক বাবুছড়া ব্যাটালিয়ন(৭বিজিবি), লেঃ কর্নেল মোঃ মোঃ শফিকুল ইসলাম,পিএসসি,পিএস টু ডিজি বিজিবি, মুহাম্মদ মোহসিন রেজা,পিবিজিএমএস জনসংযোগ কর্মকর্তা সদর সপ্তর বিজিবি।

এছাড়াও  সামরিক বেসামরিক কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

বর্ডার গার্ড বাংলাদেশ মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম,এনডিসি,পিএসসি পরিদর্শন কালে বলেন, পার্বত্য চট্রগ্রামে শান্তি সমৃদ্ধ উন্নয়ন বজায় রেখে বর্ডার গার্ড (বিজিবি) সীমান্তে কাজ করে যাচ্ছে। পাহাড়ের শান্তির জন্য কোন অস্ত্রধারীকে  পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে পাহাড়ের উন্নয়ন  অব্যাহত থাকবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions