শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশঃ ১৭ এপ্রিল, ২০১৮ ১২:০২:০৫ | আপডেটঃ ১৯ এপ্রিল, ২০২৪ ০৬:৩৩:৩৬

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান আয়োজন করে রাঙামাটি জেলা প্রশাসন।

মঙ্গলবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রাঙামাটি জেলা প্রশাসক জনাব এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ৩৩নং সংরক্ষিত মহিলা আসন জনাবা ফিরোজা বেগম চিনু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার  জনাব জাহাঙ্গীর আলম ও প্রেস ক্লাব এর সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল।


সভায় প্রধান অতিথি বলেন বাঙালি জাতির শ্রেষ্ঠ ঐতিহাসিক দিনগুলির মধ্যে মুজিব নগর দিবস অন্যতম। মুজিব নগর দিবসের ইতিহাস বাঙালি জাতিস্বত্বার ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে ১৭ এপ্রিল অত্যন্ত গুরুত্ব ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এ দিনে মেহেরপুর জেলা শহর থেকে ১২ কিলোমিটার দূরে বাগোয়ান ইউনিয়নের বৈদ্যনাথতলায় ভবেরপাড়া গ্রামে গঠিত হয়েছিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের প্রথম সরকার। ‘স্বাধীন বাংলা বিপ্লবী সরকার’ হিসেবে পরিচিত মুক্তিযুদ্ধকালীন এ সরকারের দক্ষ নেতৃত্ব ও পরিচালনায় মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল বিজয়ের মধ্য দিয়ে জাতি লাভ করে স্বাধীনতা।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions