শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশঃ ১১ নভেম্বর, ২০১৮ ০১:১৫:৩৩ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৫:৩৭:২২
সিএইচটি টুডে ডট কম, কাপ্তাই (রাঙামাটি)। রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মফিজুল হক বলেছেন, শান্তি চুক্তির পর আমরা মনে করেছিলাম রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এই তিন পার্বত্য জেলায় শান্তির সু-বাতাস বইবে। কিন্তু আমরা পরবর্তীতে কি দেখেছি? চাঁদাবাজি বন্ধ হয়নি, অস্ত্রবাজি বন্ধ হয়নি, নিরীহ বাঙালী, অবাঙালীর উপর এখন পর্যন্ত অত্যাচার অব্যাহত রয়েছে।

কাপ্তাই উপজেলা চত্তরে আজ রোববার সকালে যুবলীগের বর্ণাঢ্য আয়োজনে র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে কেক কেটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হয় যুব সমাবেশ। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সারা দেশের ন্যায় তিন পার্বত্য অঞ্চলেও ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। এই উন্নয়নের ধারাকে যদি অব্যাহত রাখতে হয় তাহলে বাংলাদেশ আওয়ামীলীগ তথা নৌকা মার্কায় ভোট দেওয়া ছাড়া আমাদের কাছে আর বিকল্প কোন রাস্তা নাই।

যুব সমাবেশে সভাপতিত্ব করেন, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো নাছির উদ্দিন। যুবলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ ছিদ্দিকীর সঞ্চালনায় যুব সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খোকন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা আ.লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক থোয়াইচিং মং মারমা। উদ্বোধকের বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল, কাপ্তাই উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক একরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এম. নূর উদ্দিন সুমন সহ আরও অনেকে।

এদিকে, যুব সমাবেশে কাপ্তাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের উপজেলা, ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ড এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions