বুধবার | ২৪ এপ্রিল, ২০২৪

বাঘাইছড়ির কাচালং বাজারে আগুনে পুড়ে গেছে বসতঘরসহ ৭টি দোকান

প্রকাশঃ ১৫ এপ্রিল, ২০১৮ ০১:৫৭:২৯ | আপডেটঃ ২৪ এপ্রিল, ২০২৪ ০৩:১১:০১

সিএইচটি টুডে ডট কম,বাঘাইছড়ি (রাঙামাটি)।  বাঘাইছড়ির ঐতিহ্যবাহী কাচালং বাজারে ফের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার প্রহরের শুরুতে আড়াইটার সময় আকষ্মিক আগুনে চারটি দোকান ও তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লক্ষ টাকা হবে।  ধারণা করা হচ্ছে বিদ্যুৎএর শর্ট সার্কিট হতে এই আগুনের সুত্রপাত ঘটেছে।
সকালে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। অন্যান্যর বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বাজার চৌধুরী আলী হোসেন, বাঘাইছড়ি থানার অফিসার্স ইনচার্জ আমির হোসেন,প্যানেল মেয়র মোঃ হোসেন, ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম (মিঠু)সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ত্রান বিতরনের সময়  মেয়র জাফর আলী খান বলেন, পৌরসভার সীমিত অর্থের মধ্যে আমরা সামান্য সহযোগীতা করেছি কিন্তু ক্ষতিগ্রস্ত পরিবার যেন নগদ অর্থ ও টিন সহযোগীতা পায় সে জন্য আমি ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে কথা বলেছি, মন্ত্রনালয় থেকে ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে দুইবান টিন ও ছয় হাজার টাকা করে দেয়া হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions