শুক্রবার | ১৯ এপ্রিল, ২০২৪

জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে নানা কর্মসূচি

প্রকাশঃ ১৪ অগাস্ট, ২০১৮ ০৭:৫৯:১৫ | আপডেটঃ ১৫ এপ্রিল, ২০২৪ ০৮:১৭:৪৫
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটিতে সরকারি বেসরকারিভাবে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য বিস্তারিত কর্মসূচি পালন করছে জেলা প্রশাসন।
এ উপলক্ষে ১৫ আগষ্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, সকালে শহরের বঙ্গবন্ধু ভাস্কর্যে পু®পস্তবক অর্পণ, শোক র‌্যালি, বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা, কারাগার, হাসপাতাল, বৃদ্ধনিবাস, এতিমখানা ও শিশু সদনে উন্নত মানের খাবার পরিবেশনসহ দিনব্যাপী কর্মসূচি পালিত হবে।

এসব কর্মসূচি সফল করতে সবার প্রতি আহবান জানিয়েছেন, জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। এ ছাড়াও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, জেলা পরিষদ, জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions